করোনা আবহে দেশে এখন যেন অক্সিজেনের আকাল। অক্সিজেন ঘাটতির সমস্যায় ভুগছে অধিকাংশ জায়গা। বাংলাতেও ছবিটা একই। করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পেলেও অক্সিজেনের যথাযত ব্যবস্থা নেই অধিকাংশ জায়গাতেই। অক্সিজেনের ঘটতি মেটাতেই বিশেষ উদ্যোগ নিল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। মালদা মেডিকেল কলেজে বসছে অক্সিজেন ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক অক্সিজেনের ঘাটতি অনেকটাই কমাবে, এমনটাই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।