করোনা রুখতে জলপাইগুড়িতে আংশিক লকডাউন, বন্ধ থাকবে সমস্ত দোকান-বাজার

করোনা রুখতে জলপাইগুড়িতে আংশিক লকডাউন। চলতি মাসে চারদিন জলপাইগুড়িতে বন্ধ থাকবে বাজার। এছাড়াও সেখানে বন্ধ থাকবে টোটো চলাচলও। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত কিছু। ১৯, ২২, ৩০ ও ৩১ জানুয়ারি বন্ধ থাকবে দোকান-বাজার।

জলপাইগুড়ি শহরে করোনার বাড় বাড়ন্ত রুখতে আংশিক লকডাউন হতে চলছে। চলতি মাসে ১৯, ২২, ৩০ ও ৩১ জানুয়ারি জলপাইগুড়ি শহরের প্রত্যেক বাজারঘাট এছাড়াও টোটো বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া কোনও ব্যবসায়ী সংস্থা খোলা থাকবে না। এই কদিন সমস্ত ওষুধের দোকান খোলা থাকবে। সোমবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উপস্থিতিতে পুর কর্তৃপক্ষ, বাজার কমিটি, টোটো সংগঠন এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুদীপ পাল, পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসন বোর্ডের সদস্যরা। সদর মহকুমাশাসক সুদীপ পাল বলেন,  জেলা প্রশাসনের নির্দেশে পুরসভা বৈঠক করে করোনা সংক্রমণ রুখতে বাজার বন্ধ রাখতে হবে। সাধারণ মানুষের কথা ভেবেই এবং করোনা সংক্রমণ রুখতেই তাঁদের এই সিদ্ধান্ত। 

09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর04:33রোহিঙ্গাদের টাইট দিতে চরম দাওয়াই শুভেন্দুর, দেখুন ক্ষমতায় এলে কী করবেন তিনি?04:36'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর03:33ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! বাংলাদেশের প্রধানকে ধুয়ে যা বললেন অধীর রঞ্জন চৌধুরী04:31‘৫০% মুসলমান হলে পশ্চিমবঙ্গের অবস্থাও বাংলাদেশের মতো হবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর03:31অবশেষে নির্ধারিত হলো আরজি কর মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য03:02'মমতার সমর্থন নিয়েছ তো মরেছ' কেজরিওয়ালকে সাবধান অধীর রঞ্জন চৌধুরীর06:37Bhangar : তেড়ে এলেন আরাবুল, তুমুল উত্তেজনা! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত ভাঙড়02:39পাসপোর্ট জালিয়াতির মামলায় ফের পুলিশের হাতে বড়সড় সাফল্য! চাঞ্চল্য চন্দননগরে04:11Suvendu Adhikari : 'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন