দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি। অন্যদিকে করোনা বিধি শিকেয় তুলেই চলছে মেলা। ইটাহার ব্লকের পাজল গ্রামে গঙ্গা মেলায় দেখা গেল এমনই ছবি। সেখানে অধিকাংশ মানুষের মুখেই দেখা গেল না মাস্ক। অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক, শিকেয় দূরত্ববিধিও। কোভিড বিধি শিকেয় তুলে সেখানে চলে পূণ্যস্নানও।
মকড় সংক্রান্তি উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে মেলা বসছে। সেখানেই ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। সেখানে অধিকাংশ মানুষের মুখেই দেখা যাচ্ছে না মাস্ক, মানছেন না দূরত্ববিধিও। এমনই ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পাজল গ্রামে গ্যান্দামনি গঙ্গা মেলায়। করোনা আর ওমিক্রনের দাপট অব্যাহত থাকলেও ইটাহারের প্রাচীন পাজল গ্রামের গ্যান্দামনি গঙ্গা মেলায় নেই কোনও মাস্কের ব্যাবহার। সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে আট থেকে আশি মেলায় ভিড় জমিয়েছেন হাজারে হাজারে। স্থানীয় পঞ্চায়েত জানিয়েছে, মেলা করার প্রশাসনিক অনুমতি নেই কিন্তু ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগে গঙ্গা মায়ের পুজো হচ্ছে। পঞ্চায়েত থেকে সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা এবং মাস্কের ব্যাবহারের জন্য মাইকিং করা হচ্ছে। প্রায় চারশো বছর ধরে মকড় সংক্রান্তির পরদিন ১ মাঘ উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পাজল গ্রামে সুঁই নদীর ধারে গ্যান্দামনির গঙ্গা মেলা হয়ে থাকে। দুই দিনাজপুর জেলা, মালদা, পাশ্ববর্তী রাজ্য বিহারের কাটিহার, বারসই জেলা থেকেও হাজার হাজার পূন্যার্থী এই সুঁই নদীতে স্নান করেন এবং গঙ্গা দেবীর আরাধনা করেন। বসে বিশাল মেলাও। এই গ্যান্দামনি গঙ্গা মেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। গতবছরও বাদ যায়নি এই মেলা। কিন্তু এবছর ডিসেম্বর মাস থেকেই করোনা আর ওমিক্রনের থাবায় কার্যত নাজেহাল রাজ্য প্রশাসন। সাধারণ মানুষকে সচেতন করার জন্য নানান সচেতনতামূলক প্রচারের পাশাপাশি কঠোরভাবেও নিয়ন্ত্রন করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। কিন্তু রাজ্য সরকারের সেই কড়া বিধিনিষেধকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই চলছে গঙ্গা মেলা।