শুধু রাজ্যই নয় ভিনরাজ্যেও টেরাকোটার চাহিদা অনেক। অতিমারি করোনার কারণে যোগাযোগ ব্যাবস্থা বন্ধ হয়ে থাকায় বিক্রি হচ্ছে না টেরাকোটার সব জিনি। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোর হাটপাড়ার ঐতিহ্যবাহী বর্ণময় টেরাকোটার তৈরি মাটির গহনা এই ভাবেই অবহেলায় পড়ে রয়েছে। টেরাকোটা শিল্পীরা কঠোর পরিশ্রম করে নিপুন হাতের ছোঁয়ায় মহিলাদের সাজসজ্জার গহনা তৈরি করে চলেছেন। তবে করোনার কারণে কিছুই তেমন বিক্রি হচ্ছে না। তাতেই এখন চিন্তায় পড়েছেন সেখানকার শিল্পীরা। করোনার জেরে কোনও মেলাও এখন হচ্ছে না, বিক্রিও তাই একরকম বন্ধ। বাইরে চাহিদা থাকলেও বাইরে পাঠাতে পারছেন না তাঁরা, এই নিয়েই এখন চিন্তায় ঘুম উড়েছে তাঁদের।