২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও করোনা রোগীর মৃতদেহ পড়ে রইল হাসপাতালেই। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। উল্লেখ্য, রবিবার রাত থেকে এক করোনা আক্রান্ত রোগীর মৃতদেহ হাসপাতালে অ্যাম্বুলেন্সে পড়ে থাকতে দেখা যায়। সূত্রের খবর, মৃত দেহ নিয়ে কেউ ওই অ্যাম্বুল্যান্স চালাতে নারাজ। যার জেরে ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও হাসপাতালের মধ্যেই পড়ে থাকতে দেখা গেল ওই রোগীকে। অন্যদিকে এই ঘটনার জেরে যারা চিকিৎসা করাতে যাচ্ছেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।