করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা দেশে। তার থেকে বাদ যায়নি পশ্চিমবঙ্গও। প্রতিদিনই জেলায় করোনা রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তর, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক ব্যাবস্থা গ্রহন করছে। তবুও হুঁশ ফিরছে না বেশ কিছু মানুষের। সেই সমস্ত মানুষের কথা ভেবেই নয়া পদক্ষেপ নিলেন ইসলামপুর থানার এক পুলিশ কর্মী। করোনা সচতনায় যমরাজের বেশে দেখা যাচ্ছে তাঁকে। মাস্ক না পরলেই মাস্ক দিচ্ছেন খোদ যমরাজ। এমনটাই দেখা গেল উত্তর দিনাজপুরের ইসলামপুরে। যোমরাজের বেশে দেখা যাচ্ছে এক পুলিশ কর্মীকে। সেই বেশেই মাস্ক ও স্যানিটাইজার বিলি করছেন তিনি।