ক্রমশ করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই বহু জায়গায় বন্ধ থাকছে বাজার। কোথাও সপ্তাহে ৩ দিন কোথাও ৪ দিন বন্ধ থাকছে বাজার। করোনা সংক্রমণ তালদিতে চানা ৩ দিন বন্ধ বাজার। সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ থাকবে বাজার।
ক্রমশ করোনা সংক্রমণ বাড়ছে রাজ্যে। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই বহু জায়গায় বন্ধ থাকছে বাজার। কোথাও সপ্তাহে ৩ দিন কোথাও ৪ দিন বন্ধ থাকছে বাজার। করোনা সংক্রমণ তালদিতে চানা ৩ দিন বন্ধ বাজার। সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ থাকবে বাজার। জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকান-বাজার বন্ধ থাকবে। তালদি বাজার ব্যবসায়ী সমিতি ও ক্যানিং ১ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জরুরী পরিষেবা ছাড়া বাকি সব দোকান বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। এই একই ছবি দেখা গেল ভাঙড়ে। ভাঙড় দু'নম্বর ব্লকে সমস্ত বাজার বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহে সোমবার এবং শুক্রবার হাট বসে পোলেরহাট সহ একাধিক এলাকায়। সোমবার থেকেই সেই হাট বন্ধ করে দেওয়ায় কার্যত অঘোষিত বন্ধের চেহারা নিয়েছে এলাকায়। দোকানের পাশাপাশি সবজি বাজারও বন্ধ করে দেওয়া হয়।