করোনা আবহে টিকাকরণ অত্যন্ত জরুরি। বর্তমান পরিস্থিতিতে টিকার জন্য লম্বা লাইন দিতে হচ্ছে মানুষকে। অনেক সময়ই দেখা যাচ্ছে লম্বা লাইন দিয়েও মিলছে না টিকা। এই টিকাকরণের জন্যই বিশেষ উদ্যোগ জি বাংলার। জি বাংলার উদ্যোগে টিকাকরণ হল বহু মানুষের। ৯ জন আর্টিস্ট এবং ৯৯ জন টেকনিশিয়নের টিকাকরণ হয়েছে। করোনার টিকা পেয়ে খুশি প্রত্যেকেই।