বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায় গত কয়েকদিন ধরেই চলছে তীব্র সিএনজি সঙ্কট। এতদিন তাও দীর্ঘসময় লাইন দিয়ে মিলছিল গ্যাস। কিন্তু, বৃহস্পতিবার সেইটুকুও জুটছে না। এদিকে রাজ্যের সব অটোরিক্সাই গ্যাসে চলে। ফলে সিএনজি না মেলায় রাজ্য জুড়ে বন্ধ হতে বসেছে অটো পরিষেবা। প্রায় মাঝরাত থেকে লাইন দিয়ে দুপুর বিকেল নাগাদ মিলছে গ্যাস। আর তাই করতে গিয়ে বন্ধ হতে বসেছে অটোওয়ালাদের রোজগার। এই অবস্থায় ক্রমেই তাঁদের ক্ষোভ বাড়ছে। তাঁদের অভিযোগ এই বিষয়ে বিপ্লব দেব - সরকারের কোনও মাতা ব্যথাই নেই। রাজ্যের সর্বত্র এখন সংসার চালানোই দায় হয়ে পড়ছে অটোওয়ালাদের।