রবিবার মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। শনিবার হেডিংলে-তে দুরন্ত জয়ের পর ধোনিকে তাঁর হোটেলের ঘরে স্ত্রী-কন্যা ও ভারতীয় দলের কিছু সতীর্থদের নিয়ে ৩৮তম জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছে। পার্টিতে ছিলেন হার্দিক পাণ্ডিয়া, কেদার যাদব, ঋষভ পন্থ-সহ ধোনির আরও কয়েকজন কাছেরর বন্ধু-বান্ধব। ২০০৪ সালে ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। সেইদিনের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান, আজ ক্রিকেট জীবনের সায়াহ্নে দাঁড়িয়ে। ধোনির জন্মদিনের দিন এশিয়ানেট নিউজ বাংলা তাঁর বিরল ২৫টি ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাল। এই ছবিগুলি দেখলে ভারতীয় ক্রিকেট ভক্তরা নস্টালজিক হয়ে পড়বেনই।