বোর্ডের নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন আগামী দিনে সূচি তৈরির ক্ষেত্রে অনেক বেশি ব্যবহারিক হতে হবে তাঁদের। দিল্লির বায়ু দূষণের জন্য ভারত বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচ নিয়ে এখনও কাটছে না সংশয়।
তিনি সভাপতি হওয়ার পর ঘরের মাঠে প্রথম সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। দিল্লিতে রবিবার সেই সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু সবকিছুকে ছাপিয়ে এখন একটাই চর্চা। দিল্লিতে দূষণের যা অবস্থা তাতে খেলা সম্ভব হবে তো? একাধিক এনজিও দিল্লি থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার কথা বলেছিল। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটা সম্ভব নয়। বোর্ড সভাপতি সৌরভ বলছেন আগামী দিনে সূচি তৈরির সময় অনেক বেশি প্র্যাকটিকাল হতে হবে তাঁদের। যাতে এই ধরনের সমস্যা এড়িয়ে যাওয়া যায়।