গাড়ি দুর্ঘটায় আহত বাংলা মহিলা ক্রিকেট দলের তিন নির্বাচক। রবিবার সকলা পূর্ব বর্ধমানের পালসিটের কাছে ঘটেছে এই ঘটনা। আহতরা ভর্তি হাসপাতালে।
পূর্ব-বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বাংলা মহিলা দলের তিন নির্বাচক। পূর্ণিমা চৌধুরী, চন্দন মুখোপাধ্যায় ও শ্যামে সাউ কলকাতা থেকে সিউড়ি যাচ্ছিলেন বাংলা দলের এই তিন নির্বাচক। সেখানে চলছে বাংলা অনুর্ধ্ব ২৩ দলের খেলা। পালসিটের কাছে পূর্ণিমাদের গাড়ি ধাক্কা মারে একটি ট্রাকের পেছনে। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালক। চারজনকেই ভর্তি করা হয়েছে স্থানীয় বেসরকারি হাসপাতালে। গাড়ির চালকের অবস্থা গুরুতর। ট্রাকের চালক ও খালাসি পলাতাক. ট্রাকটিকে আটক করেছে পুলিস।