করোনার জেরে এবার ছোট করেই জন্মদিন। জন্মদিনে নিজেই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেক কেটেই তবে জন্মদিন পালন করতে দেখা গেল দাদাকে। মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতেও শোনা গেল তাঁকে। করোনা কালে মানুষকে বাড়িতে থাকারই পরামর্শ দিলেন। পাশাপাশি তিনি যে এখন এক্কেবারে ফিট সেই কথাও জানালেন তিনি। রাত জেগে এখন ফুটবল দেখছেন দাদা। ফুটবলে মেসির ফ্যান দাদা, সেই কথাও জানালেন সবার উদ্দেশ্যে।