আর মাত্র কটা দিনের অপেক্ষা। শুরুর পথে আইপিএল ২০২০। আর এই আইপিএল প্রতি বছরই জন্ম দেয় একজন নতুন স্টারের। এবছর আইপিএল ভারতে হচ্ছে না তা নিয়ে ক্রিকেট প্রেমীদের একটা আক্ষেপ আছে ঠিকই। তবে এবছর কে হবে আইপিএল স্টার তা নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জল্পনা-কল্পনা। এবার আইপিএল স্টার হতেই পারে আর সাই কিশোর, ঋতুরাজ গায়কোয়াড়, প্রিয়ম গর্গ, দেবদত্য পাল্লিকল, যশস্বী জয়সওয়াল, অনুকূল রায়, শিবম মাভি, মহম্মদ সিদ্ধার্থ, রবি বিশ্নই বা নারায়ণ জগদিশান -এর মধ্যেই একজন।