আর মাত্র কটা দিনের অপেক্ষা, শুরু হতে চলেছে আইপিএল ২০২০। ক্রিকেট প্রেমিদের লক্ষ এখন একটাই। তবে ভারতে এবার আইপিএল হচ্ছে না। তাই মাঠে গিয়ে খেলা দেখা না হলেও টেলিভিশনের পর্দায় খেলা দেখার অপেক্ষায় এখন সবাই। করোনা আবহে এবার আইপিএল হচ্ছে আরব আমিরশাহী -তে। এবার সেই আইপিএল -এর চূড়ান্ত ক্রীড়া সূচি সামনে এল। খেলা শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর, শনিবার থেকে। ওই দিন খেলা হবে সন্ধে ৭.৩০ থেকে। আইপিএল শেষ হবে ৮ নভেম্বর, রবিবার। তবে এখনও কোয়ালিফায়ার ও এলিমিনেটর রাউন্ডের সময় ও দিন ঠিক হয়নি।