বেহালা থেকে বিশ্বক্রিকেটের আঙিনায়, বয়সের ৪৮ ফলক ছোঁয়া সৌরভকে শুভ জন্মদিন

বেহালা থেকে বিশ্বক্রিকেটের আঙিনায়, বয়সের ৪৮ ফলক ছোঁয়া সৌরভকে শুভ জন্মদিন

Published : Jul 09, 2020, 10:25 AM ISTUpdated : Jul 09, 2020, 10:42 AM IST
  • ১৯৯৬ সালে লর্ডসের প্রতিকুল পরিস্থিতিতে শতরান
  • সৌরভ বুঝিয়েছিলেন তিনি লম্বা রেসের ঘোড়া 
  • বুঝিয়েছিলেন বিশ্বক্রিকেটে এখন শুধু দাদাগিরি 
  • গড়াপেটায় জর্জরিত ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিলেন
     

১৯৯৬ সালে লর্ডসের প্রতিকুল পরিস্থিতিতে সেঞ্চুরি করে সৌরভ গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন ভারতীয় তথা বিশ্বক্রিকেটে দাদাগিরি করতে আবির্ভাব হয়েছে এক বঙ্গতনয়ের। তারপর গড়াপেটায় জর্জরিত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া থেকে শুরু করে ২০০৩ সালে দেশকে বিশ্বকাপ ফাইনালে তোলা। আরও কত কী। বর্তমানেও ভারতীয় ক্রিকেটের প্রশাসকের ভূমিকাতেও অব্যাহত রয়েছে সৌরভের দাদাগিরি। ৮ জুলাই ২০২০ দেখতে দেখতে জীবনের ৪৮টি বসন্ত পার করে ফেললেন প্রিন্স অফ ক্যালকাটা। কিন্তু সেই ডাকাবুকো স্বভাব ও দাদাগিরি ছাড়েননি তিনি। আর ছাড়বেনই বা কী করে? নেতৃত্ব যে তার মজ্জাগত। ৪৮ তম জন্মদিনের সকাল থেকে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৯৭২ সালের ৮ জুলাই জন্ম গ্রহণ করেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ৪৮ তম জন্মদিনেও রাত ১২ টায় মেয়ে সানার সারপ্রাইজ দেওয়া কেক কেটে জন্মদিন পালন শুরু করেন বাংলার দাদা। সৌরভকে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বার্তা দেন তার স্ত্রী ডোনাও। প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। এছাড়াও কোহলি থেকে সেওয়াগ ভারতীয় ক্রিকেটাররাও জন্মদিনের শুভেচ্ছা  জানান প্রাক্তন ভারত অধিনায়ককে। বাড়িতে প্রতিবারের মত রীতি মেনে পালন হয় জন্মদিন। সকাল থেকে বেহালার বাড়িতে ছিল দাদা ভক্তদের আনাগোনা। নিজের ক্রিকেট কেরিয়ারেও একের পর এক নজির গড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ব্যটসম্যান সৌরভ টেস্ট কেরিয়ারে ১১৩টি ম্যাচ খেলে করেছেন ৭২১২ রান। সেঞ্চুরি ১৬টি ও হাফ সেঞ্চুরি ৩৫টি। একদিনের কেরিয়ারে ৩১১টি ম্যাচ খেলে সৌরভের সংগ্রহ ১১ ৩৬৩ রান। সেঞ্চুরি ২২টি ও হাফ সেঞ্চুরি ৭২টি।। অধিনায়ক হিসেবেও সৌরভের পরিংসংখ্যান তাকে শুধু ভারতের নয়, বিশ্বের অন্যতম তম সফল অধিনায়কদের মধ্যে অকজন করে তুলেছে। ২২ গজে আজীবন দাদাগিরি দেখিয়ে গিয়েছেন বেহালার বাঁহাতি।

09:28Richa Ghosh: 'বাবার জন্যই আজ এই সাফল্য', সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট রিচা
09:18Richa Ghosh: বিশ্বকাপ জিতে ঘরে ফিরল রিচা ঘোষ, উৎসবের মেজাজে গোটা শিলিগুড়ি
11:14CWC Champion India : আফ্রিকাকে উড়িয়ে বিশ্বকাপ জয়, বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা
05:39IND vs PAK : বাতিল হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ? বয়কটের দাবি শহিদ পরিবারের
03:38রোহিত শর্মার কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ দীনেশ লাড
04:16Chinnaswamy Stadium Stampede: 'বিরাটের কয়েকজন মহিলা ভক্তের জন্য এই ঘটনা', দেখুন চিন্নাস্বামীর ঘটনায় কী বলছেন প্রত্যক্ষদর্শীরা
03:37RCB Fans Stampede: বিরাট কোহলিদের দেখতে এসে মর্মান্তিক ঘটনা, চিন্নাস্বামীর বাইরে হুড়োহুড়ি পদ-পিষ্ট হয়ে মৃত সাত
04:16অযোধ্যার রাম মন্দিরে পুজো বিরাট-অনুস্কার, রামলালার দর্শনের পর পুজো দিলেন হনুমান গড়ি মন্দিরে
04:08Rohit Sharma: রোহিত শর্মার নামে স্ট্যান্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে, চোখে জল অধিনায়কের
03:36Rohit Sharma: ভক্তদের আবদার মেটালেন রোহিত, সকলকে লাইনে দাঁড় করিয়ে তুললেন সেলফি