কলকাতায় ঐতিহাসিক টেস্টের অন্যতম আকর্ষণের কেন্দ্রে দুই ম্যাস্কট টিঙ্কু ও পিঙ্কু। দুই তরুণ নিজেদের সেরাটা দিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করছে।
ইডেনে পিঙ্ক বল টেস্টের অন্যতম আকর্ষণ দুই ম্যাসকট টিঙ্কু ও পিঙ্কু। গোটা শহরের কাছে এখন ওরা খুবই পরিচিত মুখ। শুক্রবার থেকে কে শুরু হতে চলা ঐতিহাসিক ম্যাচর সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছে টিঙ্কু ও পিঙ্কু। মুখোশার আড়ালে যারা আছে তাঁদের মুখ হয়তো কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু টিঙ্কু-পিঙ্কু নামেই তারা থেকে যাবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের পাতায়। ম্যাসকট পিঙ্কুর ভূমিকায় যাকে পাওয়া যাচ্ছে তার নাম হিমাংশু আগরওয়াল। দ্বিতীয় বর্ষের ছাত্র সে। বাবা মা ও বোনকে নিয়ে তার পরিবার। আর্থিক অবস্থা খুব একটা ভাল নয়, তাই সংসার চালাতে বেছে নিয়েছেন এই পেশা। কলকাতায় পিঙ্ক বল টেস্টের জন্য যখন সুযোগ পেয়েছেন তখন আর হিমাংশুকে কে পায়। টিঙ্কুর পাশাপাশি একই রকম ভাবে আছে পিঙ্কু। ম্যাসকটের ভূমিকায় আছেন অঙ্কিত, বয়েস ১৮ বছর। গোটা দিন ইডেনের এদিন ওদিক ঘুড়ে বেড়াচ্ছে সে। ভারতীয় ক্রিকেটের ঐতিহাসিক টেস্টের সঙ্গে নিজেক জড়িয়ে ফেলতে পেরে গর্বিত পিঙ্কু। ইডেনে গেটের বাইয়ে দাঁড়িয়ে জনতার সঙ্গে মজা করা থেকে একাধিক ফোটাশ্যুট। সবেতেই এখন টিঙ্কু ও পিঙ্কুর ডাক পরছে।