শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ। ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে টি২০ সিরিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ৩ ম্য়াচের সিরিজ। টি২০ সিরিজ শুরুর আগে কোহলি প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা।
শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ। ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে টি২০ সিরিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ৩ ম্য়াচের সিরিজ। ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি ৩টি টি২০ ম্য়াচে মুখোমুখি হবে দুই দল। টি২০ সিরিজ শুরুর আগে কোহলি প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা। সাংবাদিক বৈঠকে কোহলি প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা (Rohit Sharma)। কোহলি প্রসঙ্গে তিনি জানান, দলের অন্দরে কোনও সমস্যাই নেই। সময়ের সঙ্গেই সবটা ঠিক হয়ে যাবে বলেই তিনি জানান। সাংবাদিকরাই এই জিনিসটা শুরু করেছিল বলেই তিনি জানান। প্রথম টি২০ ম্য়াচের আগে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মাকে বিরাট কোহলির কথা জানতে চেয়ে জিজ্ঞাসা করা হয় সোশ্যাল মিডিয়ায় আপনার এবং কোহলির দ্বন্দ্বের বিষয়টি কীভাবে ড্রেসিংরুমে সামলাচ্ছেন। জবাবে রোহিত বলেন, 'আমাদের মধ্যে কোনও সমস্যা নেই। বিষয়টি সম্পূর্ণ মিডিয়ার তৈরি করা।