শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ। ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে টি২০ সিরিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ৩ ম্য়াচের সিরিজ। 'কুলচা' জুটিকে সম্পদ বললেন রোহিত শর্মা।
শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ। ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে টি২০ সিরিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ৩ ম্য়াচের সিরিজ। টি২০ সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা। হার্দিক পান্ডিয়ার কামব্য়াক প্রসঙ্গে মুখ খুললেন রোহিত শর্মা। 'হার্দিক পান্ডিয়া একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়'। 'ক্রিকেটার সম্পূর্ণ সুস্থ ও ফর্মে থাকলে তা দলের কাছে বড় সম্পদ'। হার্দিকের বিষয়টি নির্বাচকরা নিশ্চই ভেবে দেখবে বলেই জানালেন তিনি। প্রসঙ্গত, চোট সারিয়ে আবারও ছন্দে ফিরতে মরিয়া এখন হার্দিক পান্ডিয়া। সেই লক্ষ্যে আইপিএলকেই পাখির চোখ করেছেন তিনি। নিজেকে ফিট করে তুলতে শরীর চর্চা করছেন তিনি। সোশ্যাল মিডিয়ার হাত ধরে উঠে এসেছে সেই ছবি। তবে বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কী না তা এখনও সঠিক ভাবে জানা যাচ্ছে না। তবে রোহিত শর্মা জানান, এখনও ক্রিকেটারদের লিস্ট তৈরি হয়নি। বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় ফলে পরিস্থতি মাথায় রেখে দল নির্বাচন করা হবে।