শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ। ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে টি২০ সিরিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ৩ ম্য়াচের সিরিজ। 'কুলচা' জুটিকে সম্পদ বললেন রোহিত শর্মা।
শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি২০ সিরিজ। ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে টি২০ সিরিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ৩ ম্য়াচের সিরিজ। 'কুলচা' জুটিকে সম্পদ বললেন রোহিত শর্মা। আগেও তারা দুর্দান্ত খেলেছে বলেই জানালেন রোহিত শর্মা। কুলদীপ চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিল। 'কুলদীপ কিছুটা সময় দিতে হবে', বললেন রোহিত শর্মা। দুই স্পিনারের থাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেকথাও জানালেন তিনি। সাংবাদিকে বৈঠকে এই জুটিকে নিয়ে সব থেকে বেশি কথা বলেন রহিত শর্মা। তাঁদের ওপর তাঁর যে একটা ভরসা রয়েছে তা তাঁর কথা শুনে বেস বোঝা যায়। ওয়াশিংটন সুন্দরের চোটের কারণে দলে ফিরেছেন কুলদীপ যাদব। অন্যদিকে আগে থেকেই দলে রয়েছেন চাহলও। এই জুটি আগেও বহুবার সাফল্য এনে দিয়েছে। এবারও তাই তাঁদের উপর ভরসা রয়েছে তাঁর। তাঁদের বিষয়ে কথা বলতে গিয়ে তাই তাঁদের পারফর্মেন্সের কথাও বলেন তিনি।