সিএবিতে এসে আপ্লুত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জমকালো সংবর্ধনা পেলেন মহারাজ। একই সঙ্গে খুশির বর্ণনা দিলেন সবার প্রিয় দাদা। তবে মাঠের সৌরভকেই মঙ্গলবার ইডেনে বেশি এগিয়ে রাখলেন বিসিসিআই সভাপতি। মঙ্গলবার ইডেনে ঢোকার মুহূর্তে সৌরভ ভক্ত সহ সিএবির কর্তারা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানায় সৌরভকে। পাশাপাশি শহরে এসে সাংবাদিক সম্মেলনে নিজেকে ক্রিকেটার হিসাবেই বেশি এগিয়ে রাখলেন বোর্ড সভাপতি। সৌরভ বলেন, বোর্ড সভাপতি হিসাবে কাজটা আলাদা। খেলোয়াড় হিসাবে আলাদা ছিল। ক্রিকেট কেরিয়ারকে বেশি এগিয়ে রাখছি।
সিএবিতে এসে আপ্লুত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জমকালো সংবর্ধনা পেলেন মহারাজ। একই সঙ্গে খুশির বর্ণনা দিলেন সবার প্রিয় দাদা। তবে মাঠের সৌরভকেই মঙ্গলবার ইডেনে বেশি এগিয়ে রাখলেন বিসিসিআই সভাপতি। মঙ্গলবার ইডেনে ঢোকার মুহূর্তে সৌরভ ভক্ত সহ সিএবির কর্তারা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানায় সৌরভকে। পাশাপাশি শহরে এসে সাংবাদিক সম্মেলনে নিজেকে ক্রিকেটার হিসাবেই বেশি এগিয়ে রাখলেন বোর্ড সভাপতি। সৌরভ বলেন, বোর্ড সভাপতি হিসাবে কাজটা আলাদা। খেলোয়াড় হিসাবে আলাদা ছিল। ক্রিকেট কেরিয়ারকে বেশি এগিয়ে রাখছি। একই সঙ্গে আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে চান মহারাজ।