শুক্রবার সকালেই রডনি মার্শের প্রয়ামের খবরে হৃদয় ভারাক্রান্ত হয়েছিল ক্রিকেট বিশ্বের। সেই শোকের রেশ মেলাতে না মেলাতেই আরও এক হৃদয় বিদারক খবর।
পুরো নাম- শেন কিথ ওয়ার্ন। জন্ম- ১৩ সেপ্টম্বর, ১৯৬৯, মৃত্যু- ৪ মার্চ, ২০২২। আদি বাড়ি- ভিক্টোরিয়া, মেলবোর্ন । ৭ বছর বয়সে স্কুলে স্পোর্টস স্কলারশিপ প্রাপ্তি। ছোট থেকে লেগস্পিন ও অফস্পিন মিলিয়ে বোলিং করতেন। স্কুলের ফুটবল দলের সদস্যও ছিলেন তিনি। ১৯৯০ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাকাডেমিতে নির্বাচন। এই ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ছিলেন রডনি মার্শ। রডনি মার্শ ৪ মার্চ, ২০২২-এর সকালেই প্রয়াত হন।রডনি মার্শের প্রয়াণে শোক জানিয়ে টুইটও করেছিলেন ওয়ার্ন। আর বিকেলেই মার্শের অন্যতম প্রিয় ছাত্র শেন ওয়ার্নের প্রয়াণ। হৃদরোগে আক্রান্ত (heart attack) হয়ে প্রয়াত হন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। থাইল্যান্ডে নিজের ভিলায় মৃত্যু হয় কিংবদন্তী লেগ স্পিনারের। শেন ওয়ার্নের সংস্থার তরফে মৃত্যুর খবর নিশ্চিৎ করা হয়। ওয়ার্নের এজেন্সির তরফে এই বিষয়ে বিবৃতিতে জানানো হয়, ‘শেন ওয়ার্নকে উনার বাংলোয় নিষ্প্রাণ অবস্থায় পাওয়া যায়। মেডিকেল দল নিজেদের পুরো চেষ্টা করেও তাঁকে আর ফেরাতে পারেনি। ওনার পরিবার এই সময় একা থাকতে চায় এবং সময়মতো এই বিষয়ে বাকি তথ্য দেওয়া হবে।’ওয়ার্নের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব।