বেহালার একটা বড় পরিচয় তিনি। বেহালে থেকেই পথ চলা শুরু হয়েছিল ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মহারাজ এখন ভারতীয় ক্রিকেটের প্রধান পদে বসতে চলেছেন। তাই বেলারার আনন্দটা যে একটু বেশি সেটা বলাই বাহুল্য।
কলকাতার বেহালার অঞ্চলের নামটাকে তিনি পৌছে দিয়েছেন বিশ্বার দরবারে। একজন সাধারণ ক্রিকেটার থেকে ভারতীয় ক্রিকেটের অসাধারণ নেতা হয়ে ওঠার পথ চলাটা এই বেহালে থেকেই। মহারাজের সুখে হোক বা দুঃখে, বেহালার মানুষ সব সময় পাড়ার ছেলের পাশে থেকেছে। ভারতীয় ক্রিকেটের মসনদে এবার বসতে চলেছেন সৌরভ। এমন দিনে বেহালা শান্ত হয়ে বসে থাকবে কি করে? সৌরভ বোর্ডের সভাপতি হচ্ছেন এই খবর আসার পর থেকেই বেহালায় শুরু হয়ে গেছে মিষ্টি মুখের পালা। আর আতশবাজীর আলোয় কিছুদিন আগেই যেন শুরু হয়ে গেছে দীপাবলির আনন্দ।