রোজভ্যালি কান্ডে এবার ইডির প্রশ্নের মুখে কলকাতা নাইট রাইডার্স সিইও ভেঙ্কি মাইসোর। শুক্রবার ইডির সামনে হাজিরা দেন কেকেআর সিইও। একাধিক প্রশ্নের উত্তর দিত হয় তাঁকে। শাহারুখ খানের আইপিএল দলের স্পনসর ছিল বাংলার অন্যতম চিট ফান্ড সংস্থা রোজভ্যালি।
শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির কলকাতা নাইট রাইডার্স সিইও ভেঙ্কি মাইসোর। রোজভ্যালির সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের চুক্তি ও অৰ্কিত লেনদেন নিয়ে নাইট সিইও কে জেরা করেন ইডির আধিকারিকরা। বাংলার অন্যতম বড় চিট ফান্ড কোম্পানি ২০১২ ও ২০১৩ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্পনসর ছিল। সেই সময় রোজভ্যালির সঙ্গে কেকেআরের চুক্তি ও আর্থিক লেনদেনের বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর দিতে হয় শাহরুখ খানের দলের সিইওকে।