ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতির পদ পাকা করে শহরে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতায় পা রেখে মহারাজ জানান, তাঁদের দল তরুণ, কিন্তু ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য কোনও উদ্যোগে ক্ষামতি থাকবে না। সৌরভ আবারও বলেন ঘরোয়া ক্রিকেটের উন্নতিই তাঁদের প্রথম লক্ষ্য।
বোর্ডের সর্বোচ্চ আসনে তাঁর পদটা পাকা করে মঙ্গলবার সন্ধায় শহরে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিমান বন্দর থেকে সিএবি মহারাজকে আবেগে ভালবাসায় আরও একবার স্বাগত জানাল শহর। ইডেন সেজে উঠেছিল নতুন সভাপতিকে স্বাগত জানাতে। মহারাজ শহরে পৌছে জানান, এবার বোর্ডের প্রশাসকদের দলটা তরুণ। কিন্তু দেশের ক্রিকেটর উন্নতির জন্য তাঁদের উদ্যোগে কোনও ক্ষামতি থাকবে না। একই সঙ্গে সৌরভ আবারও বলেন কঠিন সময়ে বোর্ডের পদে বসে তাঁর প্রথম লক্ষ্য ঘরোয়া ও প্রথম শ্রেণীর ক্রিকেটের উন্নতি করা।