ধোনির সোশ্যাল মিডিয়ায়র যে নোটিজেনদের সর্বক্ষণ নজর থাকে তা বেশ বোঝা যায়। সোশ্যাল মিডিয়ায় ধোনি যাই পোস্ট করুননা তা নিমেশের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এবার সোশ্যাল মিডিয়ায় আরও একটি নতুন ভিডিও পোস্ট করলেন ধোনি। বাড়িতেই স্ট্রবেরি গাছ লাগিয়েছিলেন তিনি। তাঁর সেই গাছেই ফল এসেছে। গাছে স্ট্রবেরি দেখে লোভ আর সামলাতে পারলেন ধোনি