দিন দুপুরে ভেট! হ্যাঁ রাজারহাটে বুথের পাশে মাংস রাধার ছবি দিনভর দেখিয়েছে সংবাদমাধ্যম শেষদফা লোকসভা ভোটে। এবার এল অন্য ছবি।
দিন দুপুরে ভেট! হ্যাঁ রাজারহাটে বুথের পাশে মাংস রাধার ছবি দিনভর দেখিয়েছে সংবাদমাধ্যম শেষদফা লোকসভা ভোটে। এবার এল অন্য ছবি। দেখা গেল নওদা বিধানসভার ১১৬ বুথে রাইপুর নতুন পাড়া প্রাথমিক বিদ্যালয়ে তৃনমুল কংগ্রেসকে ভোট দিলেই মিলছে প্যাকেট। রয়েছে চা,বিড়িরও ব্যবস্থা। সৌজন্যে জেলা পরিষদ সদস্য সঞ্জয় হালদার। সাতশো মিস্টির প্যাকেট তৈরি করা হয়েছে, তাতে রয়েছে কেক, নানারকম মিস্টি। ভোট দিয়ে প্যাকেট নিয়ে হাসি মুখে বাড়ি ফিরছেন ভোটাররা। কিন্তু ইভিএম না দেখে ভোটারের মন কী ভাবে বুঝছেন এই সমর্থক। প্রবাদ ভরসা, বিশ্বাসে মিলায় বস্তু...।