ভাটপাড়া উপনির্বাচনকে ঘিরে রণক্ষেত্রের আকার নিল কাঁকিনাড়া। সরাসরি বোমা ছোঁড়া হল মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে। অল্পের জন্যে প্রাণে বাঁচলেন তৃণমূলের নেতা তথা ভাটপাড়া উপনির্বাচনের তৃণমূল প্রার্থী।
এদিন সকাল থেকেই ভাটপাড়ার পরিস্থিতি ছিল অন্য রকম। মদন মিত্র-র সঙ্গে কয়েক দফা বচসাও বাঁধে বিরোধীদের এবং বাহিনীর। মদন মিত্র সরাসরি অভিযোগ করেন গোলামাল পাকানোর চেষ্টা করছেন অর্জুন সিংহ। মদন মিত্র এলাকা ছাড়ার জন্যে তৈরি হলেই শুরু হয় বোমাবাজি। এমনকী আগুনও ধরিয়ে দেওয়া হয় বাহিনীর গাড়িতে। ১৩ নম্বর ওয়ার্ডের সমাজ মোড় হয়ে ওঠে রণক্ষেত্র। বিজেপির তরফে দাবি করা হচ্ছে তৃণমূল ইচ্ছাকৃতভাবেই এই হামলা করিয়েছে। গোটা ঘটনায় কমিশন রিপোর্ট তলব করেছে।