আগে আমায় গুলি করুন, রেগে গিয়ে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি কাকলির

  • আমাকে গুলি করুন, জওয়ানকে বললেন কাকলি
  • তৃণমূলের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সংঘাত অব্যাহত
  • বচসায় জড়ালেন বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার
     

ঘটনাটি ঘটেছে বারাসত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গার গোবিন্দপুর এলাকার একটি বুথে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, সকাল থেকেই সেখানে বার বার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা বাঁধছিল স্থানীয় বাসিন্দাদের। এই খবর পেয়ে সেখানে পৌঁছন কাকলি. তিনি গিয়ে অভিযোগ পান, জওয়ানরা নাকি গুলি চালানোর হুমকি দিয়েছেন।

এর পরেই জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী। তিনি বলেন, "আমি দশ বছরের সাংসদ। সংসদে বার বার আমি আপনাদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সওয়াল করেছি। দিনে যাতে আপনারা খাবারের জন্য নব্বই টাকার বেশি পান, তা সংসদে বলেছি। তার পরেও যদি গুলি চালাতে হয়, তাহলে আগে আমার উপরে গুলি চালান।"

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে পাল্টা বোঝানোর চেষ্টা করেন, বুথের দুশো মিটারের মধ্যে তৃণমূলের একটি ক্যাম্প তৈরি  করাতে সেটি সরিয়ে দিতে বলা হয়, গুলি চালানোর কথা বলা হয়নি। বাহিনীর আরও অভিযোগ, শনিবার রাত থেকে একাধিকবার ওই এলাকার বাসিন্দাদের একাংশ তাদের খাবার, মাংস ইত্যাদি দিতে চেয়েছিল। কিন্তু তাঁরা তা প্রত্যাখ্যান করেন। এর পরেই সকাল থেকে বুথের কাছে অবৈধ জমায়েত  হলে তাঁরা বাধা দেয়। 
 

02:24Dilip Ghosh : 'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের07:21Suvendu Adhikari Speech: ‘মমতার বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের পরিকল্পনা নেই’ শুভেন্দুর চরম আক্রমণ06:11Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে, দেখুন ভিডিও02:24'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today02:49'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের02:23গোটা ATM মেশিনটাই তুলে নিয়ে যাওয়ার ছক ছিল! তীব্র চাঞ্চল্য শান্তিপুরে | Santipur New | Nadia News02:22Santipur : গোটা ATM মেশিনটাই তুলে নিয়ে যাওয়ার ছক ছিল! তীব্র চাঞ্চল্য শান্তিপুরে02:39West Bengal Latest News: শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ04:38'ওরা চুলকাচ্ছে, মশা-মাছি-পিঁপড়াদের গায়ে হাত দেয় না ভারত' শুভেন্দুর কড়া বার্তা | Suvendu Adhikari04:37'ওরা চুলকাচ্ছে, মশা-মাছি-পিঁপড়াদের গায়ে হাত দেয় না ভারত' শুভেন্দুর কড়া বার্তা