হাওড়া ব্রিজের ওপর চলন্ত মিনিবাসে আগুন। বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ১০ মিনিট নাগাদ আচমকাই বাসটিতে আগুন লেগে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হাওড়া বাস স্ট্যান্ড থেকে হরিনাভির উদ্দেশে যাচ্ছিল বাসটি। হাওড়া ব্রিজের ওপর আসতেই হঠাৎই ইঞ্জিন থেকে আগুন বেড়তে দেখতে পান যাত্রীরা। সঙ্গে সঙ্গেই বাস থেকে নেমে পড়ে বাসের সমস্ত যাত্র সহ বাসের খালাসি ও ড্রাইভারও। তার পরেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে বাসটি। ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয় গোটা ব্রিজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বাসটি। পরে সেটিকে ক্রেনের সাহায্যে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।