বাড়িওয়াল-ভাড়াটিয়া নয়, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কটা ছিল পারিবারিক। বিপদে-আপদে 'ছোড়দা'র কাছে গেলে কখনও খালি হাতে ফিরতে হত না। পাঁচেক দশকে মধ্য় হাওড়ার নরসিংহ দত্ত রোডে কল্পনা বসুর বাড়িতে ভাড়া থাকতেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর অসুস্থ খবরে মন ভালো নেই 'বাড়িওয়ালা'র। দীর্ঘ রাজনৈতিক জীবনে পৌঁছেছিলেন সাফল্যের শীর্ষে। তবে সক্রিয় রাজনীতি আসার শিক্ষকতা করতেন প্রণব মুখোপাধ্যায়। পাঁচেক দশকে যখন হাওড়ায় ভাড়া বাড়িতে থাকতেন, তখন বাঁকুড়া অঞ্চলের একটি স্কুলের শিক্ষক ছিলেন তিনি। পরবর্তীকালে পড়িয়েছেন কলকাতার কলেজেও। স্মৃতিকথা প্রণব মুখোপাধ্যা সম্পর্কে অনেক কথাই শোনালেন কল্পনা বসু।