দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধে অনেক রক্ত দেখেছে লেবানন। কিন্তু এমন ভয়াবহ বিস্ফোরণ কখনও দেখেনি রাজধানী বেইরুট। বেইরুটের রাজপথ আজ কার্যত ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে। অলিতে-গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুঁড়িয়ে যাওয়া ঘরবাড়ি আর রক্তের দাগ। অ্যামনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ ঘটেছে বলেই জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। মৃতের সংখ্যা এবার দেড়শোর পছে। আহতের সংখ্যা চার হাজারের কাছাকাছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘ পনেরো বছরের গৃহযুদ্ধে অনেক রক্ত দেখেছে লেবানন। কিন্তু এমন ভয়াবহ বিস্ফোরণ কখনও দেখেনি রাজধানী বেইরুট। বেইরুটের রাজপথ আজ কার্যত ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে। অলিতে-গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুঁড়িয়ে যাওয়া ঘরবাড়ি আর রক্তের দাগ। অ্যামনিয়াম নাইট্রেট থেকে বিস্ফোরণ ঘটেছে বলেই জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। মৃতের সংখ্যা এবার দেড়শোর পছে। আহতের সংখ্যা চার হাজারের কাছাকাছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ বিস্ফোরণের জেরে লেবাননের রাজধানী বেইরুটে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এই জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন। বিস্ফোরণে অভিঘাতে প্রেসিডেন্টের বাসভবনও ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেইরুটের গভর্নর মারওয়ান অবুউদ জানিয়েছেন, বিস্ফোরণে প্রায় ৩ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিস্ফোরণে ক্ষতির পরিমাণ ৩০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার।
মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টা নাগাদ বেইরুট বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই গুদামে প্রচুর পরিমাণ রাসায়নিক মজুদ ছিল। তা থেকেই বিস্ফোরণ বলে জানা যাচ্ছে। বেইরুটের বিস্ফোরণ রাসায়নিক গুদাম থেকে হয়েছে বলে লেবানন সরকারি ভাবে জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য মনে করেন সেখানে বোমা হামলা হয়েছে।