ইন্দোনেশিয়ার একটি শহর পাপুয়া। সেখানকারই এক ম্যানগ্রোভ অরণ্যের নাম টোনোটিওয়াট। টোনোটিয়াট শব্দের অর্থ ফিমেল ফরেস্ট বা নারীদের অরণ্য। এই অরণ্যে পুরুষদের প্রবেশ নিষেধ বলেই জানাযায়। পাপুয়ার বাসিন্দাদের পছন্দের খাবার ঝিনুক এবং রকমারি ফল। এই সবেরই জোগান দেয় এই অরণ্য। মহিলাদের এই জঙ্গলে প্রবেশের বেশ কিছু নিয়ম আছে। এই জঙ্গলে মহিলাদের সম্পূর্ণ নগ্ন হয়ে প্রবেশ করতে হয়। মহিলাদের স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্যেই এই নিয়ম বলে মনে করেন সকলে। এখানে মহিলারা নিজেদের মনের কথা নিয়েও আলোচনা করতে পারেন। মহিলারা থাকাকালীন পুরুষদের প্রবেশ নিষেধ এই জঙ্গলে। ধরা পড়লে শাস্তির পাশাপাশি হতে পারে জরিমানাও। সেখানে জরিমানা হিসাবে দিতে হয় ১০ লক্ষ রুপাইয়া। যা ভারতীয় মূদ্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি।