প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৯৬৭ সালে আজকের দিনেই পৃথিবীর প্রথম এটিএম স্থাপন করা হয়। ইংল্যান্ডের এনফিল্ড শহরে স্থাপন হয়। ১৯৩৯ সালে আজকের দিনেই রাহুলদেব বর্মনের জন্ম হয়। ভারতীয় সুরকার এবং সঙ্গীতশিল্পী তিনি। ২৭ জুন (১৯১৯) অমলাশঙ্কর জন্মগ্রহণ করেন। জনপ্রিয় ভারতীয় নৃত্যশিল্পী ছিলেন তিনি। ১৮৮০ সালে আজকের দিনে হেলেন কেলার -এর জন্ম হয়। আমেরিকান দৃষ্টশক্তিহীন একজন লেখক তিনি।