প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৭৫৬ সালে আজকের দিনেই কলকাতার নাম আলীনগর রাখা হয়। নবাব সিরাজউদ্দৌলা এই নামকরণ করেন। ২ জুলাই দিনটি বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। ১৯২৪ সাল থেকে প্যারিসে এই দিনটি উদযাপন করা শুরু হয়। ১৯২৯ সালের ২ জুলাই অমৃতলাল বসু -র মৃত্যু হয়। বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা ছিলেন তিনি। ২ জুলাই দিনটি বিশ্ব ইউএফও দিবস হিসাবে পালিত হয়। ২৪ জুনও অনেকেই ইউএফও দিবস পালন করে থাকেন।