প্রায় প্রতিটা দিনের পিছনেই লুকিয়ে রয়েছে নানান ইতিহাস। এমন অনেক সব ঘটনা রয়েছে যা অনেকেরই অজানা। প্রতিটি দিনেরই রয়েছে কোন না কোন বিশেষত্ব। ১৮৮১ সালে আজকের দিনে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়। শিলিগুড়ি ও দার্জিলিং মধ্যে শুরু হয় চলাচল। ৪ জুলাই (১৯৩৪) মারি ক্যুরি -র মৃত্যু হয়। নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ ছিলেন তিনি। ৪ জুলাই দিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস হিসাবে পালিত। ১৭৭৬ সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে। ১৯০২ সালের ৪ জুলাই স্বামী বিবেকানন্দের মৃত্য়ু হয়। একজন হিন্দু সন্ন্যাসী ছিলেন তিনি।