ভয়াবহ ভুমিকম্পে কেঁপে উঠল পশ্চিম তুরস্কের উপকূলবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। শুক্রবার বিকেলে তুরস্কের বেশ কিছু শহরে কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হতেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে সেখানকার মানুষজন। ভূমিকম্পের ফলে তুরস্কের ইজমির শহরের ২০ টি বাড়ি ভেঙে পড়েছে বলে জানা যাচ্ছে। তবে ইজমির ছাড়াও আরও বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। বোনোর্ভা এবং বায়রাকলি শহরে কম্পনের মাত্রা অনেকটাই বেশি ছিল বলে জানা গিয়েছে। যার ফলে সেখানেও বেশ ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে সেখানে। বেশ কয়েকজন আহত হলেও কারও মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি। প্রয়োজনে ক্ষতিপূরণের কথাও জানিয়েছে সেখানকার প্রশাসন।