২ মে থেকে শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউরোপ সফর। জার্মানি থেকে সফর শুরু করেন তিনি। সফর শেষ হবে ফ্রান্সে। প্রথম দিনেই বার্লিনে পা রাখেন মোদী। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতীয়রা।
২ মে থেকে শুরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউরোপ সফর। জার্মানি থেকে সফর শুরু করেন তিনি। সফর শেষ হবে ফ্রান্সে। প্রথম দিনেই বার্লিনে পা রাখেন মোদী। সেখানে তাঁকে স্বাগত জানান ভারতীয়রা।
প্রধানমন্ত্রী দুই দিন জার্মানিতে থাকবেন। কথা বলেন সেদেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে। বিদেশ সফরের আগেই একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, তিনি একটি কঠিন সময়ই ইউরোপ সফরে যাচ্ছেন। এই সময় এই অঞ্চল একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। তবে এই বাস্তবাতার মধ্যেই ভারত ইউরোপীয় দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। ইউরোপের সেই দেশগুলির সঙ্গে ভারত সম্পর্ক রাখতে আগ্রহী যারা শান্তি, শৃঙ্খলা আর সমৃদ্ধির জন্য লড়াই করতে আগ্রহী। এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ , কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসেন ও প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করবেন। এই সফরে একাধিক বৈঠক করবেন প্রধানন্ত্রী। তিন দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গেও কথা বলবেন তিনি।