Narendra Modi in Glasgow- গ্লাসগোয় প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর, মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রবাসীরা

Narendra Modi in Glasgow- গ্লাসগোয় প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর, মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রবাসীরা

Published : Nov 01, 2021, 11:25 PM IST

ইতালি থেকে সোজা গ্লাসগোতে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে রাষ্ট্রপুঞ্জের কনফারেন্স অব পার্টিজ চলবে ১৩ দিন ধরে। ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে এই সম্মেলন। ১২ নভেম্বরে শেষ হবে এই সম্মেলন। অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও যাবেন সেখানে এই সম্মেলন যোগ দিতে। সেখানে মোদীকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়তেও দেখা যায় প্রবাসীদের। সোমবার সেখানে সমস্ত ভারতীয়দের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন তিনি। সেখানে ভারতের উন্নয়নের বিষয়েই মূলত কথা বলেন তিনি। মোদীর সঙ্গে সাক্ষাতের পর মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রবাসীরা। প্রসঙ্গত, তিন দিনের ইতালি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই সোজা গ্লাসগোয় চলে যান মোদী। সোমবার গ্লাসগোয় সিওপি ২৬ বক্তব্য রাখেন তিনি। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কীভাবে জীবনযাপন করা যায় সেই কথাও বলেন সেখানে তিনি। এছাড়াও স্কটল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলাদা ভাবে কথা বলেন মোদী। একাধিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। মোদীর সঙ্গে আলোচনার পর এদিন সকলের মুখেই মোদীর প্রশংসা শোনা যায়। 

ইতালি থেকে সোজা গ্লাসগোতে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে রাষ্ট্রপুঞ্জের কনফারেন্স অব পার্টিজ চলবে ১৩ দিন ধরে। ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে এই সম্মেলন। ১২ নভেম্বরে শেষ হবে এই সম্মেলন। অন্যান্য দেশের রাষ্ট্রনেতারাও যাবেন সেখানে এই সম্মেলন যোগ দিতে। সেখানে মোদীকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়তেও দেখা যায় প্রবাসীদের। সোমবার সেখানে সমস্ত ভারতীয়দের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন তিনি। সেখানে ভারতের উন্নয়নের বিষয়েই মূলত কথা বলেন তিনি। মোদীর সঙ্গে সাক্ষাতের পর মোদীর প্রশংসায় পঞ্চমুখ প্রবাসীরা। প্রসঙ্গত, তিন দিনের ইতালি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই সোজা গ্লাসগোয় চলে যান মোদী। সোমবার গ্লাসগোয় সিওপি ২৬ বক্তব্য রাখেন তিনি। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কীভাবে জীবনযাপন করা যায় সেই কথাও বলেন সেখানে তিনি। এছাড়াও স্কটল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলাদা ভাবে কথা বলেন মোদী। একাধিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেন তিনি। মোদীর সঙ্গে আলোচনার পর এদিন সকলের মুখেই মোদীর প্রশংসা শোনা যায়। 

08:32সেনার সামনেই জ্বলছে হোটেল! জেল ভেঙে পালানোর চেষ্টা, নেপালে চরম অরাজকতা
06:48Nepal Unrest : গণবিদ্রোহ নেপালে! হাসিনার মত পালালেন নেপালের প্রধানমন্ত্রী, কী বললেন মমতা?
07:02Nepal Unrest : বিক্ষোভে অগ্নিগর্ভ নেপাল! থমথমে কাঠমান্ডু, কী বলছেন বিক্ষোভকারিরা?
14:13Nepal Protest : পিছু হঠল নেপাল সরকার, তবে থামল না বিক্ষোভ! চলছে দফায় দফায় অশান্তি
05:09Nepal Protest : বাংলাদেশের পর জ্বলছে নেপাল! পুলিশের গুলি, মৃত ২১ বিক্ষোভকারী
03:46অগ্নিগর্ভ নেপাল! বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ ২৬ টি অ্যাপ, মৃত ৫
11:55SCO মঞ্চে Trump-কে কড়া বার্তা মোদীর, মনোযোগ দিয়ে শুনলেন পুতিন-জিনপিং
12:57SCO Summit : চিনে একমঞ্চে মোদী-পুতিন-জিনপিং, আড়চোখে দেখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!
07:30India China : ভিতরে মোদী-শি জিনপিং বৈঠক হচ্ছিল, বাইরে চিনা সাংবাদিক হিন্দিতে যা বলে দিলেন!
09:43India China : এক হচ্ছে ড্রাগন-হাতি? চিনা প্রেসিডেন্টকে ২ মিনিট ১ সেকেন্ডের বার্তা মোদীর
Read more