কেমন আছে বালুচিস্তান
বালুচিস্তান সংহতি দিবসে একঝল সেখানকার জীবন যাত্রা
এমন অনেক সত্য আছে যা আজও বিশ্বের কাছে অজানা
দেখে নেওয়া যাক এমনই পাঁচ অজানা তথ্য
বালুচিস্তানের অমানবিক পরিস্থিতি অধিকাংশের কাছেই অজানা। বিশ্বের থেকে লুকিয়ে রাখা বালুচিস্তানের সেই আসল চিত্রটা ঠিক কেমন, বালুস্তানের সংহতি দিবসে তা জেনে নেওয়া যাক।
কোয়েটা পাকিস্তানের সর্ববৃহৎ ফলের বাগান, কিন্তু বালুচিস্তানের বেশিরভাগ মানুষই দিনে দুবারের বেশি খেতে পায় না। ৬৩ শতাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বাসবাস করেন। মোটের ওপর ৮৫ শতাংশ মানুষ পানিয় জল সঠিক পরিমানে পান না। ৮০ শতাংশ মানুষ এখনও বিদ্যুৎ সংযোগ ছাড়াই জীবন যাপন করছেন। প্রাকৃতিক গ্যস সরবারহ কেন্দ্র হওয়ার পরও তারা নিজেরা এখনও গ্যাসের ব্যবহার করতে পারেনি। এখানেই শেষ নয় পরিস্থিতির মোকাবিলা করতে গিয়েই তাঁরা অস্ত্রও হাতে তুলে নতে বাধ্য হচ্ছেন।