মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছে এখন গোটা বিশ্ব। কি হতে চলেছে সেই নির্বাচনে তা জানতেই উদগ্রীব এখন সকলে। কে হবে এবার এবার মার্কিন প্রেসিডেন্ট তার দিকেই তাকিয়ে বিশ্ব। আবারও কি ট্রাম্প, না অন্য কেও হবে এবার মার্কিন প্রেসিডেন্ট। পুনরায় ট্রাম্প প্রেসিডেন্ট হলে, তা এক নতুন ইতিহাস গড়বে। করোনা মহামারির কাছে হেরে গিয়েছে ট্রাম্প। তার জেরে বহু প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে তাঁকে। তবে আমেরিকার তিনটি দেশে তাঁর অসংখ্য সমর্থক আছে। যা তাকে পুনরায় প্রেসিডেন্ট করে তুলতে পারে। আর যদি সেটা হয় তাহলে আমেরিকায় এক নতুন ইতিহাস তৈরি হবে। তবে ট্রাম্প আগের প্রেসিডেন্টদের তুলনায় অনেকটাই আলাদা। সে যা করতে চায় তাই সে সাধারণত করে দেখায়। তবে ট্রাম্প ছাড়াও বাইডেনেরও প্রেসিডেন্ট হওয়ার সম্ভবনা থাকেছে। আমেরিকার কাছে এখন দুটো দিক খোলা আছে বলাই যায়। আর এখন সেই নির্বাচনের দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।