এবার করোনা আক্রান্ত হলেন ট্রাম্প পুত্র ডোনাল্ড ট্রাম্প জেআর। শুক্রবার এই সংবাদ প্রকাশ্যে আসে। তবে তাঁর করোনার কোনও উপসর্গ নেই বলেই জানা যাচ্ছে। এর আগে ট্রাম্পের আর এক পুত্রের করোনা হয়েছিল। সেই সঙ্গেই ট্রাম্পের পুত্রবধূ ও নাতিরও করোনা রিপোর্ট পদেটিভ এসেছিল। এবার ট্রাম্পের বড় পুত্র করোনা আক্রান্ত হলেন। ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত হংকংয়ে বন্ধ রাখা হচ্ছে এয়ার ইন্ডিয়া বিমান। দিল্লি থেকে আগত বেশ কিছু বিমান যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে হংকংয়ের প্রশাসন। শুক্রবার থেকে সেখানে ব্যান হয়েছে দিল্লি থেকে আগত সমস্ত বিমান। এই নিয়ে মোট ৫ বার ভারত থেকে আগত বিমান ব্যান হল সেখানে। ফেসবুকের বিদ্বেষমূলক পোস্ট নিয়ে অনেকেরই অভিযোগ ছিল। তাঁদের এও অভিযোগ ছিল বিদ্বেষমূলক পোস্ট নিয়ে কোনও ব্যবস্থাই নিচ্ছে না ফেসবুক। দীর্ঘ দিন ধরেই এই অভিযোগ উঠে আসছিল। এবার সেই পোস্টেরই হিসেব দিল ফেসবুক। ফেসবুকের তিন মাসের রিপোর্ট অনুসারে প্রতি ১০ হাজার কনটেন্টের মধ্যে ১০ থেকে ১১ টি বিদ্বেষমূলক পোস্ট। যা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ফেসবুক, এমনটাই মত ফেসবুক সংস্থার। পাকিস্তনে খোঁজ মিলল প্রায় ১৩০০ বছরের পুরনো বিষ্ণুমন্দিরের। পাকিস্তানের সোয়াত উপত্যাকায় পাওয়া গিয়েছে এই মন্দির। পাকিস্তান ও ইতালির আর্কিওলজিস্টদের প্রচেষ্টায়, দীর্ঘ খনন কার্যের পর এই মন্দির পাওয়া গিয়েছে। শুক্রবার তাঁরা মন্দিরটির সন্ধান পান বলে জানা গিয়েছে। সেখানে আগেও এরকম বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ফাইভ আই কান্ট্রি গুলিকে এবার রীতিমতন হুমকি দিল চিন। ফাইভ আই কান্ট্রির মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নিউজিল্যান্ড। এই পাঁচ দেশের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যৌথ বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, হংকংয়ের বিরোধী দল নেতাদের পুনরায় তাদের পদ ফিরিয়ে দিতে হবে। তাদের এই দাবির বিরুদ্ধেই একরকম হুমকি দিল চিন। চিন সাফ জানিয়ে দিয়েছে হংকং ইস্যুতে তারা যে ভাবে নাক গলাচ্ছে তা কোনও ভাবেই বরদাস্ত করবে না বেজিং। এমনকি তারা জানিয়েছে ফাইভ আই হোক বা টেন আই তাতে তারা তোয়াক্কা করেনা।