নজরে এই মুহূর্তের বিশ্বের ৫টি বড় খবর

নজরে এই মুহূর্তের বিশ্বের ৫টি বড় খবর

Published : Dec 22, 2020, 12:53 PM IST
  • এই মুহূর্তে বিশ্বের পাঁচটি বড় খবর
  • বিশ্বের কোথায় কি হচ্ছে 
  • নজরে এখন গোটা বিশ্ব
  • এক নজরে বিশ্বের কিছু বড় খবর  

এবার প্রকাশ্যে করোনা টিকা নিলেন জো বাইডেন। সোমবার তিনি এই টিকা গ্রহণ করে সাধারণের উদ্দেশ্যে বলেন, সকলকেই প্রস্তুত থাকতে। করোনা টিকা পাওয়া গেলেই শুরু হয়ে যাবে টিকা প্রদানের কাজ। সেখানকার ক্রিশ্চিয়ানা কেয়ার হাসপাতালে তিনি বায়োএনটেক -এর করোনা টিকা ফাইজারের প্রথম ডোজটি নিয়েছেন। টিকা নেওয়ার ছবি সহ টুইট করে তিনি এই কথা জানান।  আমেরিকায় করোনার জেরে অর্থাভাবের কথা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার তাই নিয়েই নয়া সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই কংগ্রেসের নিম্ন কক্ষে ৩৫৯-৫৩ বিল পাস হয়েছে। এই বিল অনুযায়ি ব্যবসা এবং বেকারত্ব ঘোঁচাতে আমেরিকানদের সরাসরি অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিচ্ছে সেখানকার প্রশাসন।  ২০১৭ সালে অ্যান্টার্কটিকার লারসন সি হিমশৈলর একটি অংশ ভেঙে যায়। যা থেকে সেখানে আরও একটি ছোট হিমশৈলি সৃষ্টি হয়েছে। আর সেই অংশই এখন প্রভাব ফেলছে সেখানকার একটি দ্বীপের ওপর। যা থেকে পরিবেশের ওপর বড়সড় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও এর থেকে সমুদ্রের জলস্তর বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে যা প্রভাব ফেলতে পারে সেখানকার পেঙ্গুইন কলোনির ওপরও। একের পর এক ভারতীয় স্থান পাচ্ছেন জো বাইডেনের প্রশাসনে। এবার জো বাইডেনের প্রশাসনে আরও এক ইন্দো-আমেরিকান। সোমবার বাইডেন ভারত রামামূর্তিকে অর্থনৈতিক পরিষদের তিনজন নতুন সদস্যের মধ্যে একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। আর্থিক সংস্কার ও গ্রাহক সুরক্ষার জন্য এনইসি-র উপ-পরিচালক হিসাবে রামামূর্তিকে নিয়োগ করা হয়েছে। বাংলাদেশের ইলিশের খ্যাতি দেশ জুড়ে। এই ইলিশ খেতেই হাজার টাকা খরচ করতেও পিছুপা হয়না বাঙালি। এবার সেই ইলিশ নিয়েই তৈরি হল ফোয়ারা। বরগুনার রুপালি ইলিশকে তুলে ধরতেই তৈরি হয়েছে এই ইলিশ ফোয়ারা। সন্ধ্যে নামলেই আলো ঝলমলে ফোয়ারার মাঝখানে শোভা পাচ্ছে ইলিশ। যা দেখতে বরগুনা সার্কিট হাউজের সামনে ভিড় করছে সাধারণ মানুষ।

07:27মৌলবাদের দাপট ও ভারত-বিদ্বেষী স্লোগান, খাদের কিনারায় বাংলাদেশ | Bangladesh News Today | Dhaka News
08:32সেনার সামনেই জ্বলছে হোটেল! জেল ভেঙে পালানোর চেষ্টা, নেপালে চরম অরাজকতা
06:48Nepal Unrest : গণবিদ্রোহ নেপালে! হাসিনার মত পালালেন নেপালের প্রধানমন্ত্রী, কী বললেন মমতা?
07:02Nepal Unrest : বিক্ষোভে অগ্নিগর্ভ নেপাল! থমথমে কাঠমান্ডু, কী বলছেন বিক্ষোভকারিরা?
14:13Nepal Protest : পিছু হঠল নেপাল সরকার, তবে থামল না বিক্ষোভ! চলছে দফায় দফায় অশান্তি
05:09Nepal Protest : বাংলাদেশের পর জ্বলছে নেপাল! পুলিশের গুলি, মৃত ২১ বিক্ষোভকারী
03:46অগ্নিগর্ভ নেপাল! বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ ২৬ টি অ্যাপ, মৃত ৫
11:55SCO মঞ্চে Trump-কে কড়া বার্তা মোদীর, মনোযোগ দিয়ে শুনলেন পুতিন-জিনপিং
12:57SCO Summit : চিনে একমঞ্চে মোদী-পুতিন-জিনপিং, আড়চোখে দেখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী!
07:30India China : ভিতরে মোদী-শি জিনপিং বৈঠক হচ্ছিল, বাইরে চিনা সাংবাদিক হিন্দিতে যা বলে দিলেন!