পাহাড়-জঙ্গলে ঘেরা সুন্দরী ডুয়ার্সে। স্থানীয় বাসিন্দাদের বিপদও কিন্তু কম নয়। জঙ্গল থেকে সটান বাড়িতে ঢুকে পড়ল বিশালাকার একটি কিং কোবরা! বরাত জোর রক্ষা পেলেন পরিবারের সদস্য। ঘটনায় আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির নাগরাকাটায়।
জানা গিয়েছে, নাগরাকাটা এলাকার একটি বস্তিতে থাকেন হজরত শেখ। সোমবার রাতে বাড়ির ফোঁস ফোঁস শব্দ শুনে সন্দেহ হয়। এরপর নজরে পড়ে, বাড়ির চৌহদ্দিকে ফণা তুলে দাঁড়িয়ে আছে কিং কোবরা! ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় স্থানীয় সর্পপ্রেমী সৈয়দ নইম বাবুকে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় খালিতে হাতে বিষধর সাপটিকে ধরে ফেলেন তিনি। মঙ্গলবার সকালে সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দিয়েছেন বনকর্মীরা।