রাতের অন্ধকারে নয়, খাবারের সন্ধানে ফের সাত সকালে হাতি ঢুকে পড়ল লোকালয়ে। গ্রামের মেঠো বেশ কিছুক্ষণ ধরে চলল ছোটাছুটি। হাতির তাণ্ডবে বন্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি ফলের দোকান ও ধানের গোলার ক্ষতি করেছে দাঁতালটি। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের বাকড়া গ্রামে। ঝাড়গ্রামের জঙ্গলের হাতির অভাব নেই। তার উপর অন্য এলাকা থেকে বিশেষ করে দলমার হাতিরা ঢুকে পড়ে জঙ্গলে। কিন্তু জঙ্গলে যে খাবারের আকাল! এমনকী, ফসল নেই ক্ষেতেও। তাহলে খাবে কি? পেটের জ্বালা মেটাতেই ইদানিং জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতির আনাগোনা বেড়েছে।