অন্তঃসত্ত্বা কিশোরীকে পিটিয়ে খুন করল তার বাবা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়াতে। প্রতিবেশী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় নবম শ্রেনীর ওই কিশোরীর। সম্পর্কে ঘনিষ্ঠতা তৈরি হলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। বাড়িতে সেই কথা জানিয়েও দেয় কিশোরী। তার পর থেকেই বাড়িতে গন্ডগোল শুরু হয় তাদের। আশান্তি চরমে উঠলে, তা এড়াতে দুই মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে চলে যান তার মা। রবিবার সেখানে গিয়ে চড়াও হন কিশোরীর বাবা। শুরু হয় যায় অশান্তি। অশান্তি চরমে উঠলে মেয়েকে লাঠি দিয়ে মারতে শুরু করেন মেয়ের বাবা নাড়ুগোপাল মাঝি। মার খেয়ে সেখেনেই লুটিয়ে পড়ে ওই কিশোরী। মেয়ে মরে গিয়েছে বুঝতে পেরে দেহটি একটি বস্তাতে ভরে রেখে দেয় বাড়িতে। অন্যদিকে বিষয়টি জানতে পেরে প্রতিবেশীরাই খবর দেওয়া হয় পুলিশকে। চন্দ্রকোনা পুলিশ ফাঁড়ির পুলিশ এসে দেহটি উদ্ধার করে দেহটি। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে কিশোরীর বাবা।