ভাঙার আর দরকার পড়ল না। মুষলধারায় বৃষ্টিতে ধসে পড়ল পরিত্যক্ত সরকারি ভবনের একাংশ। আহত হলেন বেশ কয়েকজন শ্রমিক। দু'জন শ্রমিক নিখোঁজ। যুদ্ধকালীন তৎপরতা চলছে উদ্ধার। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনা ঘটল মেদিনীপুর শহরে।
মেদিনীপুর শহরের কেরানীটোলা এলাকায় রাজ্য সরকারের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিস। অফিসটি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। পাশেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল পুরানো ভবনটি। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির অবস্থা বেহাল। মঙ্গলবার বিকেলে যখন বাড়িটি ভাঙছিলেন শ্রমিকরা, তখন মুষলধারায় বৃষ্টি পড়ছিল। আচমকাই হুড়মুড়িয়ে বেঙে জরাজীর্ণ ভবনের একাংশ। দুর্ঘটনার পর আহত অবস্থায় বেশ কয়েকজন বেরিয়ে এলেও, এখনও পর্যন্ত দু'জন শ্রমিকের খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।