ভিতরে যদি কেউ থাকত, তাহলে কী হত! প্রবল বৃষ্টিতে এবার তাসের ঘরের মতো ভেঙে পড়ল আস্ত একটা দোতলা বাড়ি। ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ১ নম্বর ব্লকের রেজিনা গ্রামে।
পাকা নয়, মাটির দোতলা বাড়ি। মাথায় টিনে চাল। কয়েক লাগাতার বৃষ্টি ভিজেছে বাড়িটি। যেকোনও সময়ে যে বিপদ হতে পারে, তা বুঝতে পেরেছিলেন মালিক। শুক্রবার বিকেলে যখন বাড়িটি হেলে যায়, তখনই পরিবারের সকলে নিয়ে বাইরে বেরিয়েছিলেন তিনি। বরাতজোরে বেঁচে গিয়েছেন সকলেই। কারণ, কিছুক্ষণ পরেই হুড়মুড়িয়ে ভেঙে মাটির বাড়িটি। ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পড়ে এলাকায়।