
Suvendu Adhikari: কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। SIR-এর আবহে ফের শাসক দলকে আক্রমণ শুভেন্দুর। ‘সবে শুরু হয়েছে, একটা একটা করে নাম কাটব’ । ‘এক কোটি নাম বাদ যাবে লিখে রাখুন’ । ‘নন্দীগ্রাম যেটা করেছে গোটা বাংলা সেটা করলে বাংলায় শান্তি আসবে’ ।