
West Bengal SIR News: SIR-এর আবহেই অবাক করা ঘটনা। এক নিসন্তান ভারতীয় মহিলার সম্পত্তি দখলের অভিযোগ এক বাংলাদেশির বিরুদ্ধে। মহিলাকে ‘মা’ সাজিয়ে জাল নথি বানিয়ে রেশন, লক্ষীর ভাণ্ডার পাচ্ছেন বলে অভিযোগ। SIR প্রক্রিয়ায় এই জাল পরিচয় ও নথি খতিয়ে দেখা হোক। এমনটাই দাবী জানিয়েছেন বৃদ্ধা।